নিউজ ব্যাংক ২৪. নেট : বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে চতুর্থ কোয়াটার ফাইনাল খেলায় মদনগঞ্জ ফুটবল একাডেমী ৪-২ গোলে ডি এস এস ক্লাবকে পরাজিত করে জয় লাভ করেছে। এ খেলায় মদনগঞ্জ ফুটবল একাডেমী’র গোলকিপার ইয়াসিন ম্যান অব দ্যা ম্যাচ হয়।
সোমবার ৯ ডিসেম্ব বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ০-০ গোলে ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে টাইবেকারে মদনগঞ্জ ফুটবল একাডেমী ৪-১ গোলে ডি এস এস ক্লাবকে পরাজিত করে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনৈতিকবিদ মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়ন সাংবাদিক আবদুস সালাম, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাভিশন টেলিভিশনের নারায়নগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নেতা আফজাল হোসেন পন্টি, বঙ্গসাথী ক্লাবের উপদেস্টা গোলাম মোস্তফা চঞ্চল সহ বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল, বঙ্গসাথী ক্লাবের কার্যকরি সদস্য ও ইন্ডিপেনডেন্ট টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান উল রাকিব উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
আগামী ১২ জানুয়ারী থেকে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শুরু হবে। প্রথম সেমিফাইনাল খেলা সোনালী অতীত সিদ্ধিরগঞ্জ বনাম সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংজ্ঞের মধ্যে অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্ট নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করেছেন । অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ।