নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে পড়ে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন । ঐ গেটের উপরাংশে ঢালাই দেয়ার সময় গত শনিবার ২৪ এপ্রিল দুপুর ১২ টার দিকে হঠাৎ করে তা ধ্বসে পড়ে। আহতরা হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) ও আব্দুল মোতালেব (৩০) ।
শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন নারায়নগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান । তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি ।
আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন । সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন । আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, এ ব্যপারে কোন দায়িত্ব অবহেলা আছে কি না বা কি কারণে এমন দূর্ঘটনা ঘটলো তা আমরা খতিয়ে দেখছি ।
প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ।