19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / শার্শায় ৩৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১ জন নারী ব্যবসায়ী

শার্শায় ৩৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১ জন নারী ব্যবসায়ী

নিউজ ব্যাংক ২৪. নেট : যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের সঙ্গে জড়িত মুনসুর আলী (৩৫) নামের আরও ১ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

সোমবার (১ এপ্রিল) ভোরে সীমান্তবর্তী হরিনাপোতা থেকে ঐ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আয়না মতি উপজেলার হরিনাপোতা এলাকার বাসিন্দা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিনাপোতা এলাকায় অভিযান চালিয়ে আয়না মতির গোয়াল ঘর থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা ও একই এলাকার মুনসুর আলীর টয়লেটের সেপটি টেংকির ড্রামের মধ্যে রাখা ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আয়না মতিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনসুর আলী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …