20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / শতভাগ বেতন দাবী করায় শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইলের শ্রমিকদের উপর নির্মম নির্যাতন

শতভাগ বেতন দাবী করায় শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইলের শ্রমিকদের উপর নির্মম নির্যাতন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেল লাইন বটতলা এলাকায় অবস্থিত শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল ও জালাল আহমেদ স্পিনিং মেইলের শ্রমিকরা লকডাউনে ভিতরে কাজ করার পরেও শতভাগ বেতন দাবী করায়, শ্রমিকদের উপর নির্মম নির্যাতন করেছে মেইল কর্তৃপক্ষ।
বুধবার ১৩ই মে  সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলকার শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল ও জালাল আহমেদ স্পিনিং মেইলের শ্রমিকদের সাথে এ ঘটনা ঘটে।
এসময় আহত শ্রমিকরা বলে, বুধবার ১৩ই  মে এখনও আমাদের বেতন দেওয়া হয়নি। আমরা জানতে পারছি মেইলের মালিক আমাদের শতভাগ বেতন দেওয়ার কথা বলেছে কিন্তু মেইলের কর্মকর্তারা আমাদের হাফ বেতন দিবে বলে আমরা এর প্রতিবাদ করে শতভাগ বেতন দাবী করায় আমাদেরকে মেইলের কর্মকর্তারা অনেক মারধর করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশ সুপার ( এ এসপি) মো. আমিরুল হোসেন দেওয়ান বলেন, শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল ও জালাল আহমেদ স্পিনিং মেইলের শ্রমিকরা সরকার নির্ধারিত ৬০ শতাংশ দেওয়ার কথা শুনে শতভাগ বেতনের দাবী করে। তবে আমি কোথাও কোনো আহত হওয়ার খবর পাইনি। পরিস্থিতি সামাল দিতে আমি নিজে মালিককে আরও ৫ শতাংশ বেতন বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। এবং মালিক পক্ষ সরকার নির্ধারিত ৬০ শতাংশের সাথে আরও ৫ শতাংশ বেতন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, আমাদেরকে লকডাউনে বন্ধ কম দেওয়া হয়েছে। ২৬ শে মার্চেও আমাদের কাজ করিয়েছে জোড়পূর্বক। না আসলে আমাদের বেতন কাটা যাবে। এখন বেতনের সময় আমাদের বেতন কম দেবে। সরকার ঘোষিত ৬০ ভাগ বেতনের জায়গায় ১০ বাড়িয়ে ৭০ ভাগ দাবি করেছি। এর কারণে মিলের ভেতরে আমাদের মারধর করেছে। আমাদের মা-বোনদের গায়ে হাত দিয়েছে কেন? আমরা এর বিচার চাই।
ঘটনার সত্যতা যাচাই জন্য শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল ও জালাল আহমেদ স্পিনিং মেইলের কর্তৃপক্ষের  সাথে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি পরে মেইলের স্টাফ মো. আসলাম এর ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। এবং মেইলের এডমিন বদিরুল আলম এর সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন...

বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী- পুরুষের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি স্থান হতে নারী-পুরুষের দু’টি …