7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / লকডাউন ও করোনা ভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লকডাউন ও করোনা ভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লকডাউন ও করোনা ভাইরাসে বিপর্যস্ত দরিদ্র,অসহায়, অটো-রিক্সা-ভ্যানচালক, মাঝি, প্রতিবন্ধী ও দিন মজুরসহ পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে গতকাল ২৬ এপ্রিল সোমবারমাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ-মুড়াপাড়া খেয়া ঘাটে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃশাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়,

দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, কবি ও সাহিত্যিক আলহাজ্ব আলম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সী, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল, সাংবাদিক শফিকুল আলম মামুন, মাসুদ ভুঁইয়া, রাসেল মাহমুদ, রোবেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল,শাহেল মাহমুদ ও এস এম আবু কাওছার প্রমুখ।

পরে কর্মহীনদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …