নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মানব পাচারের করাল গ্রাস থেকে দেশকে বাচাঁতে মানব পাচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১১ মার্চ ২০২৩ তারিখ রাত আনুমানিক রাত ৯ টা ৩০ মিনিট ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর হাই স্কুল এলাকা হতে মানব পাচার চক্রের মূলহোতা আসামী ১। নবী মিয়া (৫৫), পিতা- হাসেম আলী, গ্রাম- বিজয়নগর (খালপাড়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২টি মোবাইল, ২টি সীম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, গত ইং-০১/০১/২০২৩ তারিখ বিকাল অনুমান ৪ টা ঘটিকার সময় তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া সিএনজি ষ্ট্যান্ড হইতে ০২ (দুই) জন ভিকটিমকে ফুসলিয়ে ভাল বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং কৌশলে উক্ত ভিকটিমদ্বয়কে ভারতে পাচার করে বিক্রি করে দেয়। মানব পাচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।