নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ সবুজ (৩০) এবং মোঃ দুলাল মিয়া (৩৬) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার ৬ই মার্চ র্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানায়, র্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ই মার্চ শনিবার বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে ।
র্যাব-১১’র অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪ কেজি ৩শত গ্রাম গাঁজা এবং ১টি মোটরসাইকেল জব্দ করে। গ্রেফতারকৃত আসামী মো. সবুজ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে এবং অপর আসামী মো.দুলাল মিয়া একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামী মো. সবুজ এবং মো.দুলাল মিয়া উভয় পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।