নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে এসএমপি সিলেট জেলার মোগলা বাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজার এলাকা হতে জোড়পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারন মামলার এজাহার নামীয় পলাতক আসামি গ্রেফতার করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৫১, তাং- ২৭/০৭/২০২৩খ্রিঃ, ধারা-২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) এর এজাহারনামীয় আসামি।
অত্র মামলার সূত্রে জানা যায় যে, বিবাদী আল আমিন (৩৩) অত্র মামলার বাদীর প্রতিবেশী। তাদের প্রায় ০১ (এক) বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে বিবাদী প্রায় সময় বাদীর বাড়ীতে আশা যাওয়া করিত। গত ইং ১৮/০৭/২৩ তারিখ দুপুর ১ টা ৩০ মিনিট ঘটিকার সময় বিবাদী আল আমিন (৩৩) বাদীর বাড়িতে আসিয়া তার মেয়ে ভিকটিম ইসরাত জাহান ইরা (১৬)কে একা পেয়ে ফুসলিয়ে বিবাদীর সহিত তাহার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যায়। ভিকটিম বিবাদীর রুমে প্রবেশ করা মাত্র বিবাদী তার রুমের দরজা বন্ধ করে দিয়ে ভিকটিমের মুখ চাপ দিয়ে ধরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে রাখে। ভিকটিম লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে কিছু বলে নাই। পূনরায় গত ইং ২১/০৭/২৩ তারিখ দুপুর ১ টা ৩০ মিনিট ঘটিকার সময় বিবাদী ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে আবারও ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারন করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার (৩৯) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা করেন। মামলা দায়ের করার পর হইতে এজাহারনামীয় আসামী আল আমিন (৩৩) আত্মগোপনে চলে যায়।
এই মামলা দায়ের পর হতে এজাহারনামীয় আসামী আল আমিন (৩৩)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী আল-আমিন (৩৩), পিতা-আব্দুল সালাম, মাতা- ইতি আক্তার, সাং-তেতুলবাড়ী, ডাকঘর-সাফাবন্দর, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর এ/পি- সাং মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড, ইলিয়াস হুজুরের বাড়ীর ভাড়াটিয়া, ২নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১৩/০৮/২০২৩ ইং তারিখ এসএমপি, সিলেট মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারস্থ ইসরাক এন্টারপ্রাইজ এর সামনের হতে আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।