7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে “সরকার প্লাস্টিক’’কে ১০ হাজার টাকা জরিমানা

র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে “সরকার প্লাস্টিক’’কে ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সমন্বয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণের অভিযোগে “সরকার প্লাস্টিক’’ প্রতিষ্ঠানকে নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনহীন
প্লাস্টিক পণ্য জব্দপূর্বক ধ্বংস করে ।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ ৩ টা ৫ মিনিট ঘটিকা হতে ৩ টা ৩০ মিনিট ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য বাজারজাতকরণের কারণে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক “সরকার প্লাস্টিক” নামক প্রতিষ্ঠানকে সর্বমোট= ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা এবং প্লাস্টিক বোতল-১,২০,০০০ পিস, প্লাস্টিক বোতল ক্যাপ-১,৫০,০০০ পিস, প্লাস্টিক তৈরির কাচাঁমাল-৫,০০০ কেজি, প্লাস্টিক ড্রাম-৮৫ পিস জব্দপূর্বক ধ্বংস করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় “সরকার প্লাস্টিক” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছে। অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ১৮/২০২৩, ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ রুজু হয়েছে এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর মাধ্যমে জরিমানাকৃত ১০,০০০/- (দশ হাজার) টাকা আদায় করা হয়।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …