নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সমন্বয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণের অভিযোগে ‘‘আমিন এন্টারপ্রাইজ’’ প্রতিষ্ঠানকে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনহীন প্লাস্টিক পণ্য জব্দপূর্বক ধ্বংস করে ।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত ৭ মে ২০২৩ খ্রিঃ ১ টা ঘটিকা হতে ২টা ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য বাজারজাতকরণের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পলিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান কর্তৃক “আমিন এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানকে সর্বমোট= ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা এবং প্লাস্টিক বোতল-৩৫,০০০ পিস, প্লাস্টিক বোতল ক্যাপ-৫০,০০০ পিস, প্লাস্টিক তৈরির
কাচাঁমাল-৫,০০০ কেজি, প্লাস্টিকের ড্রাম- ৯০ পিস জব্দপূর্বক ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় “আমিন এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছে। অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ১০২/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ রুজু হয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পলিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান এর মাধ্যমে
জরিমানাকৃত ২০,০০০/- (বিশ হাজার) টাকা আদায় করা হয়।