10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‍্যাব-১১’র অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১১’র অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৫ ডিসেম্বর ২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চাঁনপুর সাকিনস্থ মদনপুর টু আড়াইহাজারগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। তহিদুল আলম (২৭), কাভার্ডভ্যানের ড্রাইভার, পিতা-মৃত জাফর আহমদ, মাতা-মরিয়ম খাতুন, সাং-ফুলের ডেইল, দক্ষিণ হ্নীলা, পোঃ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। জেবল হক (২৫), কাভার্ডভ্যানের হেলপার, পিতা-দুলাল মিয়া, মাতা-নুর জাহান বেগম, সাং-উত্তর জগদানন্দ, ইউনিয়ন-ধানসিঁড়ি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান  জব্দ  করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

জেলা বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’র মত বিনিময় সভা 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা বিআরটিএ এর সাথে জেলা বাস মালিক সমিতি ও …