15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‍্যাব-১১’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

র‍্যাব-১১’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান মাদক সহ মোঃ জুবায়েদ (২০) নামের একজন গ্রেফতার করে।

বুধবার ২রা মার্চ র‌্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন  গণমাধ্যম নিউজ ব্যাংক ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ জুবায়েদ একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ২রা মার্চ বুধবার সকালে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ জুবায়েদকে গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব ১১ এর সদস্যরা।এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা, নগদ অর্থ, ২টি মোবাইল এবং ১টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব-১১।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা …