7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক

 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ সহ আসামী ১। মোঃ রাব্বি (২২), পিতা-মোঃ পান্নু মৃধা, মাতা-মোছাঃ পারভিন বেগম, সাং-ওলিপুরা (৯নং ওয়ার্ড), থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, এ/পি-মিয়া বাড়ী ৩নং গলি, পাইপ রাস্তা, মিরহাজীরবাগ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ২। মোঃ মহসিন হাওলাদার (২২), পিতা- মোঃ মোতালেব হাওলাদার, মাতা- সেলিনা বেগম, সাং-রনখোলা, থানা-পালং, জেলা-শরিয়তপুর, এ/পি-পূর্ব রসুলপুর, ৫নং গলি, ওয়ার্ড নং-৫৬, থানা-কামরাঙ্গিরচর, ঢাকা, ৩। মোঃ আমিনুল ইসলাম (৩৯), পিতা-নুরুল ইসলাম, মাতা-ফিরোজা বেগম, সাং-দক্ষিণ বাঘবেয, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং ৪।মোহাম্মদ শেখ ফরিদ (৩৭), (প্রাইভেটকার চালক), পিতা-মোহাম্মদ নুরুজ্জামান, মাতা-মোছাঃ শহীজুন নেছা, সাং-শ্যামপুর, (ভরসা কোল্ডষ্টোরেজ এর পিছনে), থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এ/পি-বাসা নং-৩০, শাহজালাল এ্যাভিনিউ, সেক্টর-০৪, উত্তরা পূর্ব থানা, ঢাকা’দেরকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন জনৈক মোঃ হযরত আলীর ফুলের দোকানের সামনে হতে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …