8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর অভিযানে বিপুল  ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর অভিযানে বিপুল  ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।


র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ১২ আগস্ট ২০২২ ইং তারিখ দুপুর ১ টা ৩০ মিনিট হতে ৩ টা ১০ মিনিট পর্যন্ত র‌্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার আমীরগঞ্জ গ্রামের বদরগঞ্জ ব্রীজ সংলগ্ন যাকাত হোসেন ভূইয়ার পরিত্যক্ত ইটভাটার ভিতর ও ধৃত আসামী ইয়াছিন এর বসত ঘরের সামনে উঠানে রক্ষিত অটো মিশুকে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল ফেন্সিডিল, ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীরা হলো ১। নরসিংদী জেলার রায়পুরা থানার আমীরগঞ্জ (ভূইয়াবাড়ী) গ্রামের মোবারক ভূইয়ার ছেলে মোঃ মাহাবুব ভূইয়া (২৮), ২। নরসিংদী জেলার রায়পুরা থানার আমীরগঞ্জ (মিয়াবাড়ী) গ্রামের মৃত ছফিউদ্দিন এর ছেলে মোঃ ইয়াসিন(৩৫)। এসময় মোঃ মাহাবুব ভূইয়া এর কাছ থেকে ৩২ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ৬,৪০,০০০/- টাকা এবং মোঃ ইয়াসিন এর কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য ২,৫০,০০০/- টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি অটো মিশুক, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা, ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড জব্দ করা হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ মাহাবুব ভূইয়া (২৮) এর নামে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ থানা ও নরসিংদী সদর
থানায় ২টি মাদক মামলা, নরসিংদী সদরে ১টি সিঁধেল চুরির মামলা, নরসিংদী সদর থানায় ১টি হত্যাচেষ্টা, গুরুতর আহত মামলাসহ ৪টি মামলা বিজ্ঞ আদালতে চলমান।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যপক জনশ্রুতি আছে। তারা নিয়মিত চট্টগ্রাম ও কুমিল্লা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে আসে এবং নরসিংদী ও ব্রাহ্মণবাড়ীয়ার বিভিন্ন এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে
১২/০৮/২০২২ তারিখে নরসিংদীর রায়পুরা থানার আমীরগঞ্জ গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে অটো মিশুকসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৮, তারিখ- ১৩/০৮/২০২২, ধারা- মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/১৪(গ)/৪১।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …