5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১ কর্তৃক ৩৪০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১ কর্তৃক ৩৪০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

নিউজ ব্যাংক ২৪. নেট :  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার ১২ এপ্রিল ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৪০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে পিকআপ জব্দ সহ আসামী ১। মোঃ আব্দুস সালাম (২৯), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-মনোয়ারা বেগম, সাং-পূর্ব ডিমাতলি, ডাকঘর-ছিওড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ২। মোক্তার হোসেন (৩৯), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-হালিমা বেগম, সাং-পিচকামতাল, ডাকঘর-বারপাড়া, থানা-বন্দর, জেলা-
নারায়ণগঞ্জ’দ্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …