নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ
আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু এএসপি স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২১ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর প্রধান ১। মোঃ বাবু মিয়া (২২), পিতা-মোঃ রহিম, মাতা-মোছাঃ রিনা বেগম, সাং-বাসাইল, থানা ও জেলা-ময়মনসিংহ, এ/পি: সাং-কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ শাহজালাল শাহা (২২), পিতা- মোঃ জামান, মাতা-মোছাঃ রিনা বেগম, সাং-কাঁচপুর (শ্যামপাড়া), থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাসেল (২৪), পিতা-মৃত কেনু মিয়া, মাতা-মোছাঃ রাশেদা, সাং-বাহেরচর, থানা-বাঞ্ছারামপুর, জেলা ব্রাহ্মণবাড়ীয়া, এ/পি: সাং- কাঁচপুর (শ্যামপাড়া), থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ মোখলেছুর রহমান মোক্কা (২৮), পিতা-মোঃ আজিজুর রহমান, মাতা-মনোয়ারা বেগম, সাং-চনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ শান্ত আহমেদ রানা (১৯), পিতা-মোহাম্মদ আলী, মাতা-বিউটি বেগম, সাং-বাগদা, থানা-আগৈলঝারা, জেলা-বরিশাল, এ/পি: সাং-সোনাপুর (কাঁচপুর), থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ,৬। মোঃ মুমিন (২৫), পিতা-মোঃ দুদু মিয়া, মাতা- মর্জিনা বেগম, সাং-কালিবাজার, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা, এ/পি: সাং-বড় গোরস্থান, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ জুম্মন (১৯), পিতা- মোঃ রবি মিয়া, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং- বড় শালঘর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, এ/পি: সাং-মোগড়া পাড়া (বাসস্ট্যান্ড), থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দের দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ০৫ টি চাকু, ০১ টি টেটা ও ০১ টি ফলা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সোনারগাঁও থানাধীন কাঁচপুর সাকিনস্থ কাঁচপুর ব্রীজের পূর্ব পার্শ্বে চাকু, টেটা, ফলা সহ একত্রিত হয়েছিল। তারা
দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র্যাব ১১, সদর কোম্পানী এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় নিন্ম বর্ণিত মামলা রয়েছেঃ গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ বাবু মিয়া (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে যথাক্রমেঃ নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৭ আগস্ট ২০২২, জি আর নং-৩৭৬, তারিখ- ১৭ আগস্ট, ২০২২ সময়- দুপুর ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – ২। নারায়ণগঞ্জ এর রুপগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ০৫ জুন, ২০২২, সময়- ১৪.১০ ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্ধসঢ়;নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট-৩৩৬, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত ২ নং আসামী মোঃ শাহজালাল শাহা (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে যথাক্রমেঃ ডিএমপি এর খিলগাঁও থানার নন এফআইআর নং-১৭৩/২১, তারিখ- ১৯ জুন ২০২১, সময়- ০১.৩০ ঘটিকা। ধারা- , এই মামলায় সে সাধারণ ডায়েরীতে অভিযুক্ত। গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ রাসেল (২৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে যথাক্রমেঃ ১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৭ আগস্ট ২০২২, জি আর নং-৩৭৬, তারিখ- ১৭ আগস্ট, ২০২২; সময়- দুপুর ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – ২। কুমিল্লা এর হোমনা থানার এফআইআর নং-১/১০৮, তারিখ- ০২ ডিসেম্বর ২০২১, জি আর নং- ১০৮/২১, তারিখ- ০২ ডিসেম্বর, ২০২১; সময়- রাত্র ০০.৩৫ ঘটিকায় ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ। গ্রেফতারকৃত ৫ নং আসামী মোঃ শান্ত আহমেদ রানা (১৯) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে যথাক্রমেঃ নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৬, তারিখ- ১১ জুন ২০২২, জি আর নং-২৭১, তারিখ- ১১ জুন ২০২২, সময়- ২০.১৫ ঘটিকা ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্ধসঢ়;নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।