নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারী চোরাই চক্রকে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত ১৪ আগষ্ট ২০২২ তারিখ বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় ৩ জন সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ তাহের (২০), পিতা- মোঃ রহিম, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ২। মোঃ গনি (২২), পিতা- মোঃ সিলমত আলী, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ৩। মোঃ মাহাবুব শেখ (২৪), পিতা- মৃত মমিন শেখ, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিভিন্ন তেলের ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কাভার্ডভ্যানের মাধ্যমে মহাসড়কে চলাচলরত ট্রাক/লরীর তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।