নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের যৌথ অভিযানে বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১টা ৩০ মিনিট হতে দুপুর ২ টা ৫০ মিনিট ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বাজারজাতকরণের কারণে ওয়েলকাম ষ্টার ফুড এন্ড বেভারেজ লিঃ নামক প্রতিষ্ঠানকে সর্বমোট= ২,০০০০০/- টাকা জরিমানা এবং বিপুল পরিমান ভেজাল জুস/জেলী ও অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য জব্দ করে ধ্বংস করেন।
প্রাথমিকভাবে জানায় ওয়েলকাম ষ্টার ফুড এন্ড বেভারেজ লিঃ নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য/ শিশুপণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বাজারজাত করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ৪৬/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪২/৪৩/৪৪ রুজু হয়েছে।