নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ ও তিতাস গ্যাস কোম্পানির যৌথ অভিযান। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ থাকায় ৩’টি কয়েল কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ২জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ২৭ শে আগষ্ট সকাল থেকে বেলা ২টা পযর্ন্ত সিদ্ধিরগঞ্জে মিজমিজি ধনুহাজী রোড এলাকায় মোঃ ফয়জের মালিকানাধীন কয়েল তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানি। র্যাব-১১ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ফয়জের মালিকানাধীন কারখানার ২শত ২০ফুট অবৈধ গ্যাস সংযোগের পাইপ, ৫টি হিট চেম্বারের ১টি বার বার্ণার, ১টি স্টার বার্ণার, ৪টি রাইজার জব্দ করা হয়।
এ সময় একই এলাকায় আরো ২টি কয়েল কারখানায় আভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছন্নসহ বিভিন্ন জ্বালানী পন্য জব্দ করা হয়। মালিক না থাকায় ২জন কর্মচারিকে গ্রেফতার করা হয়। তারা হলো ম্যানাজার মোঃ ফিরোজ (৪০), টেকশিয়ান মোঃ মাহাবুব (২১)।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানীর ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তাফা জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে কয়েল তৈরির কারখানা এবং আবাসিক লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন জানান, অবৈধ গ্যাস সংযোগের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঐ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে র্যাব-১১ ও তিতাস কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল অফিসের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, উপ ব্যবস্থাপক জনাব সিরাজুল ইসলাম, প্রকোশলী মোঃ মানিক মিয়া, সহ-প্রকোশলী মোঃ নাজমুল ইসলাম, উপ-সহ প্রকোশলী মোঃ গিয়াস উদ্দিন, টেকশিয়ান আবুল খায়ের র্যাবের বিভিন্ন কর্মকর্তারা।