নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংঘটিত ধর্ষণ, হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল কর্তৃক ১৯ জুলাই ২০২২ ইং তারিখ আনুমানিক সকাল ৫ টা ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২ বছরের শিশু ভিকটিমসহ অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলো চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়া এর ছেলে মোঃ সেলিম (২৮)।
এজাহার সূত্রমতে জানা যায় যে, শারমিন (১২) (ছদ্মনাম) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ সেলিম ভিকটিমের স্কুলে যাওয়া আসার পথে অশ্লীল অঙ্গভঙ্গী করে ভয়ভীতি প্রদর্শনপূর্বক মারাত্মক যৌন হয়রানীসহ প্রেমের কু-প্রস্তাব দিত। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন ২০২২ তারিখে সন্ধ্যা অনুমান ৬ টা ৩০ মিনিট ঘটিকার দিকে ভিকটিমকে অপহরণ করে এবং ভিকটিমের পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহৃত ভিকটিমকে ধর্ষণ পূর্বক হত্যার হুমকি প্রদর্শন করতে থাকে।
ঘটনাটি স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চাঞ্চল্যের সৃস্টি হয়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১১। পরবর্তীতে গোয়েন্দা সূত্র ধরে জানতে পারে যে, অপহণকারী নরসিংদী জেলার মাধবদী থানাধীন দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া ছদ্মবেশে আত্মগোপন করে আছে। এরই পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই ২০২২ ইং তারিখ আনুমানিক সকাল ৫ টা ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ভিকটিমসহ অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।