নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে
যাচ্ছে। নরসিংদী জেলায় সংঘটিত ধর্ষণ, হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, নিখোঁজ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ
রুখে দিতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২৯ জুলাই ২০২২ ইং তারিখ ১১টা ৩০ মিনিটে র্যাব – ১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ ভিকটিম মোহাম্মদ আবিদ নুর মাহমুদ শাহারিয়া (১৪), পিতা- মোহাম্মদ নুরের নবী চৌধুরী, ঠিকানা- তিনঘরিয়াটোলা, মাঘাদিয়া, মীরসরাই, চট্টগ্রাম’কে উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ভিকটিম ২৮ জুলাই ২০২২ তারিখ সকাল ৮ টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার হালিশহর এলাকা হতে নিখোঁজ হয়। এর পরিপ্রেক্ষিতে তার মা শিরিনা আক্তার ২৯ জুলাই ২০২২ তারিখে হালিশহর থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার নং-১৩৯১। র্যাব-১১, নরসিংদী নিখোঁজ জিডিটি প্রাপ্ত হয়ে ব্যপক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। গোপন সূত্রে জানা যায় যে, ছেলেটি ২৮ জুলাই ২০২২ তারিখ সকাল ৮ টা ৩০ মিনিটে পাহাড়তলী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনে ওঠে। পরবর্তীতে র্যাব নরসিংদী রেলস্টেশন ও এর আশেপাশের এলাকায় ব্যপক তল্লাশী শুরু করে। তল্লাশী কার্যক্রমের ধারাবাহিকতায় ২৯ জুলাই ২০২২ তারিখ রাত ১১ টা ৩০ মিনিটে গোয়েন্দা নরজদারীর মাধ্যমে ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ রেলক্রসিং এর সামনে থেকে ভিকটিম শাহারিয়া (১৪)’কে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে, সে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন বায়তুস শরিফ মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। দারিদ্র্য ও লেখাপড়ায় মনোযোগ না বসায় যে কোন
চাকরীর মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় ঢাকা যাওয়ার জন্য। ভুলক্রমে নরসিংদীর রায়পুরায় ট্রেন থেকে নেমে যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তার একই মাদ্রাসার সহপাঠি মুরাদ বিন তাহের (১৪) ও গত ২৬ জুলাই ২০২২ তারিখ হতে এইভাবে নিখোঁজ রয়েছে। এ ধরনের ঘটনাগুলো এলাকায় ব্যপক চাঞ্চল্য ও উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
উদ্ধারকৃত ছেলেটিকে ৩০ জুলাই ২০২২ তারিখ ভোরে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম এর নিকট হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ ছেলেটিকে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দিয়েছে যার জিডি নং-১৪২৬ তারিখ ৩০ জুলাই ২০২২।