15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১’র অভিযানে ৫৯ হাজার ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১’র অভিযানে ৫৯ হাজার ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা হতে অনুসরণ করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন

সানারপাড় এলাকায় গত ২৯ এপ্রিল ২০২০ ইং তারিখ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এবং লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানযোগে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ীঃ ১। মোঃ জিয়া বেপারী (৪০), পিতা- মৃত মিনহাজ উদ্দিন, সাং- কাজিরহাট, থানা- বেড়া, জেলা- পাবনা, বর্তমান ঠিকানা- হারাধনের বাড়ির ভাড়াটিয়া, সানারপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও ২। মোঃ মুন্না ওরফে আলাউদ্দিন (২২), পিতা- মোঃ মোহন মিয়া, সাং- নিয়ামতপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৫৯,০০০ (ঊনষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ড ভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা আনয়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …