28 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / র‌্যাব-১১’র অভিযানে ৫৯০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১’র অভিযানে ৫৯০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক

উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে গত ৩১ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দে রাত ২১০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিটাগাংরোড এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশী করে ৫ হাজার ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১৫০/- টাকা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন(২৬)কে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

গ্রেফতারকৃকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মাইজপাড়া এলাকায়। সে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চট্টগ্রাম অঞ্চলের দিক থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত মাইক্রোবাস চালানো তার একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে সে আরো স্বীকার করে যে দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে এবং তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …