5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১’র অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার

র‌্যাব-১১’র অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মাঝেরচর এলাকা হতে নারায়ণগঞ্জের জনগণের আতঙ্ক, দূর্ধর্ষ ডাকাত দলের সদস্য এবং কুখ্যাত ছিনতাইকারী দলের অন্যতম নেতা আসামী মোঃ সেন্টু (৪০), পিতা- মৃত রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্স’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন কিল্লারপুল এলাকার বাসিন্দা। সে বর্তমানে নারায়ণগঞ্জ এলাকার জনগণের ত্রাস হিসেবে পরিচিত। সে বিভিন্ন সময়ে মাইক্রোবাস, পিকআপসহ অন্যান্য যানবাহন থামিয়ে তার দলের সঙ্গীয় সদস্যদের নিয়ে ডাকাতি, ছিনতাইসহ বড় ধরনের অপরাধ সংঘঠিত করে থাকে। এরই প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) গত ১৯/০২/২০২৩ খ্রিঃ রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট হাইওয়ে রাস্তার উপর প্রবাস থেকে আগত যাত্রীর মাইক্রোবাসকে সংগীয় ৪ জন আসামীসহ পথরোধ করে। পথরোধ করে মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কাছে থাকা টাকা-পয়সা, স্বর্নালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।পরবর্তীতে এই ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী ইমরান হোসেন খান রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৫১, তারিখ- ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ।
গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, চাদাঁবাজিসহ অন্যান্য ধারায় ১৯টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) এবং তার অপরাধ দলের সদস্যদের আতঙ্কে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকার লোকজন ভীত ও সন্ত্রস্ত।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার আসামীকে গ্রেফতারের সহযোগিতার করার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত ঘটনায় বর্ণিত আসামীকে গ্রেফতারের জন্য যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামী মোঃ সেন্টু (৪০)’কে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) উপরোক্ত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …