নিউজ ব্যাংক ২৪. নেট : নীলফামারীতে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ক্লিপ খোলার পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আটককৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল (২৫)।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৬টি প্যান্ডেল ক্লিপ পাওয়া গেছে।
তবে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা দাবি করেন, আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলছিলেন। স্থানীয়রা যদি তাদের আটক না করত, তাহলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হবে।
এ বিষয়ে রেলওয়ে থানার ওসি এম নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।