8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রূপগঞ্জে লক ডাউনের বিরূদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

রূপগঞ্জে লক ডাউনের বিরূদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  মহামারী করোনা ভাইরাসের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা দেয়া লকডাউনের বিরূদ্ধে গত ৫ই এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে । ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে । এ সময় মহাসড়কের উভয় দিকে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় । আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক ।


সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইলিয়াছ ভুঁইয়া, সমিতির কর্মকর্তা আব্দুল আওয়াল ভুঁইয়া, অর্থ সম্পাদক মাসুদ কবির, নাদিম আল মাসুদ,শাহিন মোল্লা, আফজাল হোসেন, মোকতার হোসেন, আসলাম মোল্লা, আলম বাদশা, আলআমিন, ওবায়দুল হক ও হাজী খোরশেদ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, গাউছিয়া মার্কেট সারা বাংলাদেশের একটি বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট। করোনা ভাইরাসের প্রভাবে গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা আজ ধ্বংসের পথে । সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্রয় বিক্রয় করবো। আমাদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। সভায় বক্তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্নুসরাত জাহান বলেন, সরকারের দেয়া লকডাউন সকলকেই মানতে হবে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারের উর্ধ্বত্বন কর্তৃপক্ষ কে অবহিত করা হবে।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …