নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার ৩ জুন রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইছাখালী এলাকায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল। সভায় বক্তব্য রাখেন
নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ
জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান মাহাবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলী আহম্মেদ, নাট্যকার মো. হালিম মিয়া প্রমুখ। আর ছিলেন মো. আবু মাসুম, নারায়ণগঞ্জ জেলার ছাত্রনেতা সুলতান যুবদল নেতা আলামিন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজত শেষে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।