নিউজ ব্যাংক ২৪. নেট : ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান ভ্যালেরিওভিচ গালুশচেঙ্কো জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করেছে। হামলায় তিন জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি শুক্রবার (২২ মার্চ) এ খবর জানিয়েছে।
গালুশচেঙ্কো জানিয়েছেন, রাতব্যাপী ড্রোন ও রকেট হামলা করেছে রুশ বাহিনী। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি খাতে এটিই বড় হামলা। তিনি আরও বলেন, শুধু ক্ষতি করা নয়, দেশের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটানোই রাশিয়ার লক্ষ। তারা গত বছরের মতো আবার হামলা শুরু করেছে।
রুশ বাহিনীর এই হামলার কারণে ডিনিপ্রো হাইড্রোইলেকট্রিক স্টেশনে আগুন লেগেছে। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক শক্তি ইনস্টলেশন জাপোরিজ্জিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ করে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি শুক্রবার ভোরে বলেন, ওই বিদ্যুৎ কেন্দ্রের ৭৫০ কিলোভোল্টের প্রধান পাওয়ার লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু একটি কম-পাওয়ার ব্যাকআপ লাইন কাজ করছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় হাইড্রোপাওয়ার সংস্থা জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের সবচেয়ে বড় ড্যামে। যা জারোরিজ্জিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ড্যামটিতে কোনো ফাটলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংকারি প্রতিষ্ঠানটি।