নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে ঢাকার নয়াপল্টনে সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী যোগদান করে।
বুধবার ১৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা,
রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর থেকে নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্কীরা।
পরে দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলামসহ আরো অনেকে।