নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এনন্ড ইন্ডাষ্ট্রিস’ (এফবিসিসিআই) এর সার্বিক সহযোগিতায় রাজধানীর বিভিন্ন সড়কে করোনা ভাইরাসরোধে ব্লিছিং মিশ্রিত পানি ছিটানো হয়েছে। ঢাকা বিভাগীয় শাখা ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে ১ এপ্রিল বুধবার এ কাজে প্রায় দশটি ট্যাংকলারীর মাধ্যমে ২ লক্ষ পঁঞ্চাশ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
এর আগে বুধবার ১লা এপ্রিল সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মাষ্ট্যান্ড এলাকা থেকে ব্লিছিং মিশ্রিত জীবাণুনাশক পানিভর্তি দশটি ট্যাংকলরী রাজধানীর মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে রাজধানীর বিভিন্ন সড়ক জীবাণুমুক্ত করার লক্ষ্যে ট্যাংকলরীর মাধ্যমে এ পানি সড়কে ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মেহেদী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ পারভেজ, সহ সাধারণ সম্পাদক সাব্বীর আহাম্মেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন সানি, প্রচার সম্পাদক আলহাজ্ব সুমন, সদস্য রাজিব ও সালাউদ্দিন সহ অন্যান্যরা।