19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / রাঙ্গাবালীতে ভেসে আসা সেই টর্পেডো শেরেবাংলা নৌ-ঘাটিতে

রাঙ্গাবালীতে ভেসে আসা সেই টর্পেডো শেরেবাংলা নৌ-ঘাটিতে

নিউজ ব্যাংক ২৪. নেট : পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভেসে আসা সেই প্রাকটিস টর্পেডোটি নৌবাহিনীর শেরেবাংলা ঘাটিতে নেওয়া হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মৌডুবী এলাকার নিজকাটা খাল থেকে টর্পেডোটি নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন দৈনিক প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করছেন।

ওসি হেলালউদ্দিন বলেন, খবর পেয়ে রবিবার (২৮ এপ্রিল) পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ কোষ্টগার্ড ঘাটি থেকে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে শেরেবাংলা নৌঘাটি থেকে নৌ-বাহিনীর সদস্যরা সন্ধ্যার আগে ঘটনাস্থলে পৌঁছান। নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে রাতভর এটি পাহাড়া দেয়। সোমবার দুপুরে জোয়ারের পানিতে খালটি ভরে গেলে সেটি ভাসিয়ে শেরে-বাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হয়।

এর আগে, উপজেলার মৌডুবি এলাকার মীরকান্দা ভাঙ্গার খালে রবিবার দুপুরে জোয়ারের পানির সঙ্গে টর্পেডোটি ভেসে আসলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাঙ্গাবালী থানার ওসি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে কোষ্টগার্ড ও নৌবাহিনীকে খবর দেয়।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …