7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে না’গঞ্জে খেলাফত মজলিস মানববন্ধন

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে না’গঞ্জে খেলাফত মজলিস মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকায় খেলাফত মজলিসের ব্যানারে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেন।
শুক্রবার ৮ এপ্রিল বাদ জুম্মা প্রতিবাদী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি নুর মোহাম্মদ খান’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী।
উক্ত মানববন্ধনে সিদ্ধিরগঞ্জ থানা নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম’র পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ডাঃ আব্দুল মজীদ, হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোতাহার হুসাইন, মাওলানা ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, প্রচার সম্পাদক কে. এম. আব্দুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি নিয়াজ মাহমুদ, ৫নং ওয়ার্ড সভাপতি ইসমাঈল মোল্লা প্রমূখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …