29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / রক্তে কেনা ভাষায় হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে- সুলতান মাহমুদ

রক্তে কেনা ভাষায় হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে- সুলতান মাহমুদ

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন ১৯৫২ সালে রফিক, সালাম, বরকতদের রক্তে কেনা বাংলাভাষা আজ সাংবিধানিকভাবে উপেক্ষিত। রাষ্ট্রীয়ভাবে সর্বত্র বাংলাভাষার ব্যবহারের আইন হলেও আইনবিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার অফিসিয়ালী অবহেলিত। ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি এই দায় আমরা কোনভাবেই এড়াতে পরিনা। বাংলা ভাষার উপর ভর করে হিন্দুত্ববাদী শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। জাতিসত্তা বিরোধী এই শিক্ষা কারিকুলাম অবিলম্বে বাতিল করতে হবে।
২২ ফেব্রুয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহা. ইসমাই হোসেন সহ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
১৫-২৯ ফেব্রয়ারি দাওয়াতী পক্ষ পালনে দিকনির্দেশনা প্রদান করে সুলতান মাহমুদ বলেন, এসময়ের মধ্যে ব্যাপক নতুন সদস্য সংগ্রহ করতে হবে। নতুনদেরকে নিয়ে আগামী ২৮, ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ অনুষ্ঠিতব্য চরমোনাই বার্ষিক মাহফিলে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …