8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মৃত্যুদণ্ড থেকে বাঁচতে বিদেশে যাচ্ছিলেন জিয়া- র‌্যাব

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মৃত্যুদণ্ড থেকে বাঁচতে বিদেশে যাচ্ছিলেন জিয়া- র‌্যাব

নিউজ ব্যাংক ২৪. নেট : বগুড়ায় যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জিয়াউর রহমান জিয়া (৩৭) নামে এক আসামিকে প্রায় নয় বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)। এর আগে জামিনে মুক্তি পেয়ে গত ৯ বছরে ভারত ও দুবাইতে পালিয়ে ছিলেন তিনি।

শনিবার ২১ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মির্জাপুর এলাকা থেকে জিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার ২২ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

জানা গেছে, ২০১১ সালের নভেম্বরে যৌতুকের জন্য ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে জিয়াকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন তার শ্বশুর লতিফুল বারী তবলু। ওই মামলায় ৩ বছর ৪ মাস জেল খেটে জামিনে বের হয়ে ভারতে পালিয়ে যান তিনি। সেখানে ভারতীয় নাগরিকত্ব বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করতে থাকেন জিয়া। সেখানে ৮ মাস থাকার পর ভাষা জটিলতার কারণে দুবাই চলে যান।

এদিকে দুবাইয়ে ৬ মাস থাকার পর দেশে ফিরে গাজীপুরের সূত্রাপুর এলাকায় আবার বিয়ে করে সংসার পাতেন জিয়া। সেখানে ব্যবসার পাশাপাশি গার্মেন্টসে চাকুরি করেন তিনি। পরে দালালের মাধ্যমে গতকাল রবিবার মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেন তিনি। এর আগেই তাকে গ্রেপ্তার করেন র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, ‘চলতি বছরের আগস্টে আসামি জিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সাজা থেকে বাঁচতে বিভিন্ন কৌশলে দেশের নানা স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …