নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী ৭নং ওর্য়াড যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও বৃক্ষ রোপন করা হয়েছে।
শনিবার ১২ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাঠেরপুলস্থ ডিএনডি লেকের পাড়ে এ মিলাদ দোয়া ও বৃক্ষরোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ টি বৃক্ষ রোপন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগে সিনিয়র সহ-সভাপতি
কামরুল হুদা বাবু, নাসিক ৭নং ওর্য়াড কাউন্সিলর মিজানুর রহমান খাঁন রিপন, ৭নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হাওলাদার, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইয়াকুব আলী, আব্দুল আল যোবায়ের, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল ইসলাম, বাবুল বেপারী, আমির হোসেন, আবুল ভান্ডারী, পাপ্পু, রবিন, রনি, রায়হান, জনী, আরমান খাঁন ও চয়ন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে।
যুবলীগ নেতাকর্মীরা সবসময় দেশের জণগনের পাশে আছে, থাকবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য
দোয়া করবেন, আল্লাহতালা যেন প্রধানমন্ত্র কে ভালো রাখেন, সুস্থ রাখেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্যও আপনারা দোয়া করবেন।