নিউজ ব্যাংক ২৪. নেট : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল মিয়া’কে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ফাজিলপুর এলাকা হতে র্যাব-১১, সদর কোম্পানী নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার করেছে।
র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত, নারায়ণগঞ্জ গত ১৯/১১/২০২৩ খ্রি. তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-৭(১১)০৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ) এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সোহেল মিয়া (৪০), পিতা-ভোলা মিয়া, সাং- ফাজিলপুর (জুলহাস মেম্বারের বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে বর্ণিত ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় উক্ত আসামী পলাতক ছিল।
এই মামলার রায় ঘোষণার পর হতে যাবজ্জীবন সশ্রম কারাদ- প্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল মিয়া (৪০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সশ্রম কারাদ- প্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল মিয়া (৪০), পিতা- ভোলা মিয়া, সাং- ফাজিলপুর (জুলহাস মেম্বারের বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ২০/১১/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফাজিলপুর এলাকা হতে আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।