29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / মোল্লাহাটে মাটি খুঁড়তেই ৬৪ রাউন্ড গুলি উদ্ধার

মোল্লাহাটে মাটি খুঁড়তেই ৬৪ রাউন্ড গুলি উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচে পুঁতে রাখা ৬৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ২১ মার্চ দুপুর ১২টার দিকে উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামের পান বরজের ড্রেন খোড়াকালে এসব উদ্ধার হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, নরসিংহপুর গ্রামের শহীদ শেখ জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খোড়াকালে শ্রমিকরা এসব গুলি দেখতে পান। বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে উক্ত ইউপি সদস্য পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল গিয়ে ৬৪ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগোলা হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …