27 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / মে দিবসে থেমে নেই নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের মানবসেবা

মে দিবসে থেমে নেই নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের মানবসেবা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে মহান মে দিবসের দিন ও থেমে নেই সেবামূলক কর্মসূচী। প্রচন্ড তাপদাহে যখন খেটে খাওয়া সাধারণ মানুষ তৃষ্ণার্ত ঠিক তখনই নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের এক ঝাক তরুণ সমাজসেবক তাদের পাশে বন্ধুর মত ঠান্ডা পানি ও শরবত নিয়ে হাজির। মানুষের সেবায় সর্বদা সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দ সক্রিয় থাকেন মানবসেবায়।

বুধবার ১লা মে মহান মে দিবসের দিন ৮ম দিনের কর্মসূচীতে নগরীর কলেজ রোড এলাকায় ডাক বাংলো মোরে পথচারী ও শ্রমিক ভাইদের ৫০০ জন কে ঠান্ডা সরবত পান করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি মিশুক সাহা, সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর, সহ সভাপতি ইরফান আহমেদ সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক সানি আমান, সাংগঠনিক সম্পাদক জয় সুত্র ধর, অর্থ সম্পাদক নাহিদ হোসেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরি সদস্য সুদিপ্ত চক্রবর্তী। এবং নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা রাগিব হাসান ভুইয়া।

আরও পড়ুন...

আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধপক্ষ ২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট :  “পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ …