নিউজ ব্যাংক ২৪. নেট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও মেরুদণ্ডহীন সিইসি’র পদত্যাগের দাবিতে আগামী ১৬ জুন শুক্রবার বাদ জুমআ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কর্মসূচি সফল করতে আজ ১৪ জুন বাদ মাগরিব নগর কার্যালয়ে থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাবীবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাও. আবদুল হান্নান, শহর শাখার সভাপতি মুহা. আবদুস সোবহান, সেক্রেটারি আ. রহমান রোমান প্রধান সহ থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, মানসিক ভারসাম্যহীন ইসির বক্তব্যে আমরা হতবাক। সে বলে, “সে কি ইন্তেকাল করেছে” তাহলে ইসি কি শায়েখে চরমোনাইর মৃত্যু কামনা করেছিল? আমরা ধিক্কার জানাই এমন বক্তব্যের। এত বড় একটি চেয়ারে থেকে তার মুখ থেকে এমন কান্ডজ্ঞানহীন ব্ক্তব্যে আমরা হতাশ। তার কাছ থেকে আমরা কী আশা করতে পারি। সুতরাং আগামী শুক্রবার কেন্দ্রঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের তৃণমূল পর্যায়ে দাওয়াত পৌঁছে দিতে হবে। পরিশেষে তিনি সকলকে ১৬ তারিখ শুক্রবার বিক্ষোভ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানান।