21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জন দূর্ভোগ / মুসাপুরে দীর্ঘ ২২দিনেও খুলে দেয়া হয়নি স্কুলে চলাচলের রাস্তাটি

মুসাপুরে দীর্ঘ ২২দিনেও খুলে দেয়া হয়নি স্কুলে চলাচলের রাস্তাটি

নিজস্ব সংবাদদাতা: বন্দরের মুসাপুরে ৬০নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যায়ের
ছাত্র-ছাত্রীদের চলাচলের রাস্তাটি এখনো খুলে দেয়া হয়নি।
১২ডিসেম্বর সোমবার নিন্দনীয় এ ঘটনার দীর্ঘ ২২দিন অতিবাহিত হলেও জোর-জবর দখলকারী নাসিরউদ্দিন গং অদ্যাবধি তা বন্ধ রেখেছে।
কোমলমতি শিক্ষার্থী ও এলাকার মুসল্লীদের মসজিদে চলাচলের জন্য বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এম.কুদরত-এ-খুদা ও মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন নাসির গংকে লোক মাধ্যমে বলা হলেও উচ্ছশৃঙ্খল নাসির উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তোয়াক্কা না করে বীরদর্পে তাদের দোর্দন্ড প্রতাপ অব্যাহত রেখেছে। এদিকে শিক্ষার্থী ও মুসল্লীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় জনমনে নানা ক্ষোভের সঞ্চার করছে।

আরও পড়ুন...

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি ‘রাসেল গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ …