5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / মুক্তিযুদ্ধ মঞ্চ নাঃগঞ্জ মহানগর শাখা কর্তৃক জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালন

মুক্তিযুদ্ধ মঞ্চ নাঃগঞ্জ মহানগর শাখা কর্তৃক জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালন

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার ১৭ই আগষ্ট বাদ আসর নগরীর ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রধান দলীয় কযালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। এর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করেন কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এরপর আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি আহমেদ হাসনাইন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি সনেট মাহমুদ।

মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সৈকত বাপ্পি।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ সভাপতি কামরুল ইসলাম, সাগর কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক গোলাম হায়দার সজীব, সদস্য শরীফ ফিরোজ আহমেদ রুমন। মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা সভাপতি সৈয়দ রনি আলম, সাধারণ সম্পাদক আল মামুন কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন জামান সৌরভসহ মহানগরের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডওজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ায় বঙ্গবন্ধুসহ সপরিবারের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …