নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ২০১৯ সালে মে দিবসে মিছিল করায় রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও পাগলা আঞ্চলিক শাখার বাসদ সমন্বয়ক এস এম কাদিরসহ নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর বিকাল ৫ টায় রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, এটা সরকারি ছুটির দিন। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অথচ মে দিবসের দিনে রি-রোলিং ও স্টিল মিলগুলো আইন লঙ্ঘন করে জোর জবরদস্তি চালু রাখা হয়। ২০১৯ সালের মে দিবসে পাগলা-শ্যামপুর শিল্পাঞ্চলে রি-রোলিং শ্রমিকরা মালিকদের রক্তচক্ষু উপেক্ষা করে মে দিবসে ঐ অঞ্চলে তাদের দাবি দাওয়ার ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে শোভাযাত্রা করে। এতে মালিকরা পরিকল্পিতভাবে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও পাগলা শিল্পাঞ্চল শাখার বাসদ সমন্বয়ক এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট শ্যামপুর-কদমতলী-পোস্তগোলা শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি বজলুর রহমানসহ নেতৃবৃন্দের নামে কদমতলী থানায় ৪ টি মিথ্যা মামলা দায়ের করে। যেখানে সরকারি ছুটির দিন কারখানা চালানোর কারণে সংশ্লিষ্ট সকল মালিকদের বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা নেয়ার কথা সেখানে আজ ছুটির দিনে ন্যায়সঙ্গত মিছিল করায় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় হয়রানি মূলকভাবে আদালতের দ্বারে দ্বারে আজও ঘুরতে হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক নেতা এস এম কাদিরসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।