নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবীর রিজভী বলেন, সরকারের রাস্তা ঘাট অবকাঠামো উন্নয়ন মানুষ এখন আর চায় না- ভাত কাপড়ের অধিকার চায়। যার ঘাটতি পূরণে বর্তমান সরকার ব্যর্থ।
বুধবার ৩০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঝাউচর দক্ষিণপাড়া এলাকায় সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে রিজভী আরও বলেন, বর্তমান সরকারের প্রহসনের রাজনীতিতে বিএনপি এখন আর ভয় পায় না। হামলা মামলা চালিয়ে সরকার পতনের আন্দোলন ও সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থামাতে পারবে না। আওয়ামীলীগের রাতের আধারের ভোটের রাজনীতি সম্পর্কে বাংলাদেশ জনগণ সজাগ রয়েছে। তারই প্রমাণ সোনারগাঁওয়ের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কাঁচপুর থেকে মেঘনা ব্রীজ পর্যন্ত অবস্থান করে সরকার পতনের সংগ্রামে নেতৃত্ব দিবেন আমি প্রত্যাশা করি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেটস, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ বিএনপির সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়। পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার ও সেক্রেটারি হিসেবে কাউন্সিলর মোতালেব নির্বাচিত হন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশাররফ হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, আবু তাহের রিফাত বাবু, সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া প্রমুখ।