রাগিব হাসান ভূইয়া: নারায়ণগঞ্জ এর চাষাড়া থেকে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পর্যন্ত প্রায় ৭০ জন অসহায়-দুঃস্থ মানুষের মাঝে খাবার নিয়ে উপস্থিত হয় প্রজেক্ট এক টাকায় খাবার নারায়ণগঞ্জ টিম। দেশের এই পরিস্থিতিতে যেখানে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা দুবেলা-দুমুঠো অন্ন জোগাড় এর আসায় জীবনকে বাজি রেখে রাস্তায় নেমেছে সেই মানুষগুলোর জন্য খাবার নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে ছবির হাট সংস্থার প্রজেক্ট এক টাকায় খাবার নারায়ণগঞ্জ টিম। দারুন অদম্য এই টিম এর বেশিরভাগ সেচ্ছাসেবকই ছাত্র আর তাঁদের হাত ধরেই তো আমাদের আগামীর প্রজন্ম গড়ে উঠবে তাই এভাবে তাই চলুক মানবতার কাজ অদম্য গতিতে দুর্বার হোক ওদের পথচলা।
এসময় প্রজেক্ট এক টাকায় খাবার নারায়ণগঞ্জ টিম এর সেচ্ছাসেবক প্রধান মোঃ শাখাওয়াত হোসেন বলেন সংগঠনটি ২০১২ সাল থেকে কার্যক্রম শুরু করলেও নারায়ণগঞ্জে তারা ২০১৭ থেকে কাজ করে যাচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবখানে এবং এইবার এই পুরো রমজান মাস জুড়েই প্রতিদিন তারা এই খাবার বিতরণ কর্মসূচী চলমান রাখবে।
এসময় সেচ্ছাসেবকবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিশুক সাহা, তমাল সাহা, জয় সাহা, অপু দাস,শিক্ত রায়, সৃজন সাহা