21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাব-১ ‘র অভিযানে গ্রেফতার

মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাব-১ ‘র অভিযানে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা হতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: কামাল (৩০) কে গ্রেফতার করেন।


র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান,  র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: কামাল (৩০) কে গ্রেফতার করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামী মো: কামাল (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং- ৫(৩)০৯, বি: ট্রা:-১৬২/০৯, প্রসেস নং-১২২/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এর এজাহারনামীয় আসামী। পরবর্তীতে তার বিরুদ্ধে বর্ণিত ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ১০ বছরের কারাদ- প্রদান করেন। পাশাপাশি আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। রায় ঘোষনার পর থেকে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।

এই রায় ঘোষনার পর থেকে উক্ত মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামী মোঃ কামাল (৩০)’কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক মামলার অপরাধের সাথে জড়িত আসামী আসামী মোঃ কামাল (৩০), পিতা-মোঃ নান্নু মিয়া, সাং-কাজীপাড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …