নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মোঃ সজিব (২২)” র্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সজিব (২২), পিতা- মোঃ বিল্লাল, মাতা- সামসুন নাহার, সাং- পাইনাদী নতুন মহল্লা (রাজ্জাক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ সজিব মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।