5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / মাদকদ্রব্য সাড়ে ১৫ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

মাদকদ্রব্য সাড়ে ১৫ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ৩টা ৪০ মিনিট সময় ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্যান্ড সাকিনস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ্যাজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সামনে সুনামগঞ্জ হতে ঢাকাগামী পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাভেল ব্যাগ এর মধ্যে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন কালে ১৫.৫ (পনের কেজি পাঁচশত গ্রাম) গাঁজা সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ নূর মিয়া, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- উত্তর সন্তোষপুর (০৭ নং ওয়ার্ড), পোষ্ট- ইটাখোলা, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ । উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ট্রাভেল ব্যাগ ১টি, ১টি মোবাইল, ১টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে সিলেট ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …