28 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / মাঠ পর্যায়ের নেতাদের কমিটি গঠনে মূল্যায়ন করতে হবে- নাসিম আহমেদ রিন্টু

মাঠ পর্যায়ের নেতাদের কমিটি গঠনে মূল্যায়ন করতে হবে- নাসিম আহমেদ রিন্টু

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, ঢাকা ৭ আসনের সাবেক সাংসদ শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল জাকির খান মুক্তি পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

রবিবার ১২ মে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডস্থ দেওভোগ এলাকায় জান্নাত কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সহ সভাপতি ও জাকির খান মুক্তি পরিষদ নেতা সলিমুল্লাহ করিম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় পরিষদ নাসিম আহমেদ রিন্টু।
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ.এম হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. ইসমাইল হোসেন কাউসার, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম সেলিম।
প্রধান অতিথি নাসিম আহমেদ রিন্টু বক্তব্যে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটু ভেবে চিন্তা করে সারা বাংলাদেশের কমিটি গুলো গঠন করা প্রয়োজন। কারন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা অতীতে রেখেছেন তাদের বাদ দিয়ে  হাইব্রিডদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হয়, যার ফলে তৃণমূল নেতা-কর্মীরা নেতৃত্বশূন্য হয়। মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়ন করতে হবে কমিটি গঠন করার সময়।
তিনি আরও বলেন, আজকে প্রশাসনের সর্বস্তরে সুবিধাবাদীদের নিয়োগ দেয়া হয়েছে। যার ফলে বিগত নির্বাচনের সময় বিএনপি এবং অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের এমন কোন নেতা নেই যার নামে ১০ টির অধিক মামলা নেই। তাছাড়া বিএনপির সিনিয়র নেতারা কারা নির্যাতিত কোন নেতাকর্মীর খোঁজখবর ঠিক মত নিচ্ছে না। কিন্তু প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাই দূরসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন অভিভাবকের মত। তার দিক নির্দেশনায় চলা রাজপথের লড়াকু সৈনিক জাকির খান আজ কারাবন্ধি রয়েছেন।আমি মনে করি রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং জাকির খানের মত নেতৃত্ব ছাড়া একজন বিএনপি নেতার কাজ কি ? দায়িত্ব কি তা সকলে বুঝতে পারে না।তাই এই সরকারের পতন করতে হলে রাজপথে লড়াকু নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে আহবান করেন সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র ছোট ভাই সাবেক ছাত্রদল কেন্দ্রীয় পরিষদ নেতা নাসিম আহমেদ রিন্টু।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল নেতা মনির মল্লিক, বিএনপি নেতা লিংকন খান, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রী ঋষিকেষ মন্ডল মিঠু, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক অর্থ বিষয় সম্পাদক নূর মোহাম্মদ হানিফ, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি গাজী নূর আলম, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক কাঞ্চন আহমেদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতা মো. সলিমুল্লাহ হৃদয়, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …