নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহত ও আহত ব্যক্তিদের উত্তরাধিকারীদের নিকট আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে তল্লা মসজিদে বিস্ফোরনের ঘটনায় হতাহত সকল পরিবারের প্রতি জানাই গভীর দুঃখ ও সমবেদনা। আমরা আওয়ামীলীগ জেলা নেতৃবৃন্দ সবসময় জনগনের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শিত রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনা সব সময় তল্লা দূর্ঘটনায় হতহতদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা জেলা আওয়ামীলীগ সব সময় তল্লা মসজিদের হতাহত পরিবারের পাশে সহায়তার হাত বারিয়ে রাখবো।

অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সহ- সভাপতি মিজানুর রহমান বাচ্চু, কবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ,আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মো. মীর সোহেল আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডঃ নুরুল হুদা, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক সাংসদ কায়সার হাসনাত, আড়াইজার উপজেলা পৌর মেয়র সুন্দরআলী, উপ প্রচার সম্পাদক নাছির উদ্দিন, উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবীব, কার্যকারী সদস্য সামসুজ্জামান ভাষানি,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা আওয়ামীলীগের সদস্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহামুদ, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সদস্য আবু, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহান শরীফ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হতাহত পরিবারের মাঝে নিহত প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা এবং আহতদের প্রতি পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন নেতৃবৃন্দ।
পরিশেষে তল্লা মসজিদের নিহতদের রূহের মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তল্লা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ওমর ফারুক।
Aa