8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / মসজিদে নিহত প্রয়াত সাংবাদিক নাদিমের পরিবারসহ ৩টি পরিবারকে অর্থ সহায়তা করলেন রাগীব হাসান ভূঁইয়া

মসজিদে নিহত প্রয়াত সাংবাদিক নাদিমের পরিবারসহ ৩টি পরিবারকে অর্থ সহায়তা করলেন রাগীব হাসান ভূঁইয়া

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গত শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর এশা’র নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের ঘটনায় হতাহত পরিবারের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়েছেন ‘নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ’।

বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর বিকেলে তল্লা মসজিদে হতাতহ ৩টি পরিবারের মাঝে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ হতে সভাপতি রাগীব হাসান ভূঁইয়া আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

 

এর মধ্যে দূর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক নাদিম আহাম্মেদ এর পরিবারকে ১০ হাজার টাকার চেক তার স্ত্রী লিমা আহাম্মেদ’র কাছে হস্তান্তর করা হয়। অগ্নিকান্ডে নিহত দুইজন সহদোর শিশুর মা রেহানা বেগমকে ৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় এবং বিস্ফোরণের সময় মসজিদের সামনের রাস্তায় পথচারি সালমা বেগম তার শরীরের প্রায় অর্ধেক অগ্নিকান্ডে পুড়ে যায় কিন্তু তার কোন খোঁজ খবর সরকারি ভাবে নেয়া হয়নি। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি প্রকাশ পেলে রাগীব হাসান ভূঁইয়া তার সংগঠনের পক্ষ হতে তাকেও ৫ হাজার টাকার অর্থ সহায়তার চেক প্রদান করেন।

চেক প্রদান শেষে সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত বিবৃতিত্বে রাগীব হাসান বলেন, আমি আমার সংগঠনের পক্ষ হতে তল্লা মসজিদের এই ভয়াবহ দূর্ঘটনায় হতাহত পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। দূর্ঘটনার সংবাদে আমি এবং আমার সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিত ঘটনাস্থলে ছুটে যাই। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন’র সাথে সাক্ষাৎ করে তাকে জানানো হয়, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সদস্যরা দেশের বৃহত স্বার্থ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। যদি আহতদের ব্লাড প্রয়োজন হয় আমরা প্রস্তুত রয়েছি সহায়তা করতে। তাছাড়া আমাদের সংগঠনের পক্ষ হতে ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে। আমি এই মর্মান্তিক দুঃখজনক ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানাই। তাছাড়া সরকারের প্রতি আহবান করি নারায়ণগঞ্জের আবাসিক সকল এলাকায় তিতাস গ্যাস পাইপ লাইন গুলো সংস্কার ও বদলি করে দেয়ার জন্য। ভবিষ্যতে যাতে এমন দূর্ঘটনার আর পূর্ণারাভিত্তি না ঘটে।

এ সময় আরো উপনিস্থত ছিলেন, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তফা অন্তর, অর্থ সম্পাদক মিশুক সাহা, সাবেক সহ সভাপতি গোপাল কৃষ্ণ সাহা সাগর প্রমুখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …